জাতীয়

গাইবান্ধা সদর আনসার-ভিডিপিতে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা

গাইবান্ধা সদর আনসার-ভিডিপিতে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা

মো: শুভ ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর আনসার-ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে কর্মরত  অফিসারকে বিদায় ও নবাগত অফিসারকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২৪-১১-২০২৫) সকাল ১২টায় উপজেলা আনসার-ভিডিপি ইউনিয়ন কমান্ডার ও দলনেতা দলনেত্রী সহ সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ।

উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে অফিসার হিসেবে যোগদান করেন তারিকুল ইসলাম। বিদায়ী অফিসার মো: শাহীন মিয়া গাইবান্ধা সদর আনসার ভিডিপি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: সেলিম পারভেজ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী, অফিসার  মো: শাহীন মিয়া বক্তব্যকালে বলেন, ৭ মাস    আমার দায়িত্বপালনকালে শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায় কালে অধীনস্থ সকল সদস্যর ভালবাসায়  সিক্ত হলাম। যেখানেই থাকি বিদায়ের এই স্নৃতি আপনাদের কথা সব সময় স্বরন করিয়ে দিবে।

নবাগত অফিসার তারিকুল ইসলাম বলেন, দেশ ও জনকল্যাণে আপনারা আগের মতো ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সহকর্মীরা বলেন, স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।  

উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট জনাব: সনজয় কুমার সাহা।
 আনসার ভিডিপির  ইউনিয়ন- দলনেতা-দলনেত্রী সহ সদস্যরা।