শিক্ষা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী : দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের নিয়ে বেসিক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। 
২১  নভেম্বর ২০২৫ শুক্রবার 
পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত
 এ প্রশিক্ষণ কর্মশালা
 দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

প্রশিক্ষণ পরিচালনা করেন মানবজমিনের সাবেক স্টাফ রিপোর্টার ও বিদগ্ধ ট্রেইনার আতিকুর রহমান নয়ন। 
সাংবাদিকতার আধুনিক কৌশল, সংবাদ উপস্থাপনা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি, অনুসন্ধানী প্রতিবেদন, ক্রাইম রিপোর্ট এবং ডিজিটাল কনটেন্ট নির্মাণ বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

এপ্রশিক্ষনে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনি, ফিচার লেখক সফিকুল ইসলাম ভূইঞা, স্টাফ রিপোর্টার আসিফ বাধন, ডিজিটাল প্রতিনিধি মিলন হাওলাদার, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান প্রমুখ।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন সৌরভ মাঝি, রায়হান বাউল, নিলয়, আরিফুল এবং মারুফ প্রমূখ ।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। 
আমাদের প্রতিনিধিদের আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার করে গড়ে তুলতেই এবেসিক ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ আরও বিস্তৃত  ভাবে আয়োজন করা হবে।