রাজনীতি

মুন্সিগঞ্জ-১ এর কোনো বিএনপি নেতা অন্যায় করলে সাংবাদিকদের কলম উন্মুক্ত থাকবে: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ-১ এর কোনো বিএনপি নেতা অন্যায় করলে সাংবাদিকদের কলম উন্মুক্ত থাকবে: শেখ মো. আব্দুল্লাহ

আবদুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জ-১  (শ্রীনগর-সিরাজদিখান)-এ কোনো বিএনপি নেতার যদি অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির কোন তথ্য পান তাহলে সাংবাদিকদের কলম উন্মুক্ত।

সাংবাদিকদের সাথে মতবিনিময়  সভায় এমন মন্তব্য করেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

 তিনি আরও বলেন, আমারও যদি কোনো অন্যায়, অবিচার দেখেন তাহলে সেগুলো সমাজের কাছে তুলে ধরবেন সেখানে কোনো ধরনের কোনো বাধা নেই।
 সাংবাদিকরা যেন স্বাধীনভাবে লিখতে পারে, কথা বলতে পারে সেই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে গেছেন।
 সেই সংগ্রামের ফসল হিসেবেই ৫ই আগস্ট ছাত্র জনতা, সাংবাদিক ও সর্বদলের নেতৃবৃন্দের মাধ্যমে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমরা কথা বলার সুযোগ পেয়েছি।
 সেখানে সাংবাদিকদের ভূমিকাও ছিল প্রশংসনীয়। 

আরও বলেন, আমরা মানুষ আমাদের ভুল থাকবে এটাই স্বাভাবিক আমিও একজন মানুষ আমার যে ভুল হবে না সেটা আমি বলবো না! তবে সেই ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন, আপনাদের লেখনির মাধ্যমে আমার ভুলগুলো তুলে ধরেন তাহলেই আমি সংশোধন হতে পারবো, এতে আমি নিজে বুঝে উঠতে পারবো যে, আমার কোথায় ভুল হয়েছে  ?

তিনি আরও বলেন, এ সমাজকে নেশামুক্ত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, এই মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ দমন করতে আমরা সবাই এক সাথে কাজ করবো। 

সোমবার ২৪শে নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর শেখ মো: আব্দুল্লাহ্'র নিজ বাস ভবন আঙ্গিনায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শেখ মো: আব্দুল্লাহ্'র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  হাফিজুল ইসলাম খান'র সঞ্চালনায় 
 উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর বিএনপির দপ্তর সম্পাদক মো: সফিউল আলম খান আজম, সাংবাদিক ইমতিয়াজ বাবুল, আরিফ হোসেন টিপু, মো: শ্যামল হোসেন, আওলাদ হোসেন, মোফাজ্জল হোসেন, শেখ আসলাম, জাকির লস্কর, ফরহাদ হোসেন জনি, তারিকুল ইসলাম, মো: ফয়সাল হোসেন, সুব্রত দাস রণক, কাজী বাবুল, মোজাম্মেল হোসেন সজলসহ জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ।