বিনোদন

টিকটকার মামুন গ্রেপ্তার ও প্রসঙ্গ কথা ।। ডাঃ সাবরিনা

টিকটকার মামুন গ্রেপ্তার ও প্রসঙ্গ কথা ।।  ডাঃ সাবরিনা

 

 যে মানুষটি habitual offender বা অভ‍্যাসগত অপরাধী নন, তার নামে যখন আকস্মিক কোন মামলা দায়ের করা হয় তখন তার পায়ের নিচ থেকে আচমকা মাটি সরে যায় ! যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি কী পরিমাণ বিপন্ন বোধ করেন তা কেবল তিনি ও তার পরিবার জানেন! মানুষ মরে গেলে যেমন তার আর কোন নাম থাকেনা- তার নাম হয় লাশ - তেমনি, হাতকড়া পরানোর সাথে সাথে তার পরিচয় বদলে হয় অমুক থানার তমুক মামলার আসামি!!!

      অপরাধ না করলেও মুহূর্তে তিনি জগৎ সংসারের কাছে অপরাধী প্রতীয়মান হন ! তাকে যখন কাঠগড়ায় হাজির করা হয় তখন তার বাবা মায়ের বুক তোলপাড় হতে থাকে দুর্বিষহ আশংকায়- “আমার বাজানের জামিন হবে তো ???!!!! নাকি অপেক্ষা করছে কারাগারের লৌহকপাট ! “
        অপ্রিয় সত‍্য তবু কোন রকমে হজম করা যায় , কিন্তু অপ্রিয় মিথ্যা কলিজা ছিঁড়ে দেয় ! কাজেই, কারও  নামে শুধুমাত্র জেদ, প্রতিহিংসার বশে মামলা করার আগে দশবার ভাবুন! এই অপমান, এই গ্লানি, এই যন্ত্রণা- এ কী আসলেও তার পাওনা ??
       কানুন আনধা, অনেকসময়ই মামলার ধারার প‍্যাচে আইনের হাত বান্ধা ! তাই বলে, তার যথেচ্ছ ব‍্যবহার সমীচিন কি ?? 

          মানছি, everything is fair in love snd war ভালবাসা আর যুদ্ধে নাকি সবই জায়েজ! তাই বলে, ভালবাসার মানুষটিকে নিজের করে পাননি বলে তাকে খাঁচার ভেতর অচিন পাখির মতো বন্দি করে বেড়ি পরাবেন - এ কি সম্ভব? আটকাতে পারেন নি বলে আটক করবেন মামলা দিয়ে ?
ঘুড়ি যদি অন‍্য কারও আকাশে ওড়ে - 

#