মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর : আঞ্জুমান মফিদুল দিনাজপুর শাখার উদ্যোগে সম্প্রতি একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মনির্ভরতা বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সহায়তা করা হচ্ছে। তারা আরও বলেন, “আখেরাতের জন্য কিছু চেষ্টা করা মানেই মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করা। আমরা চাই, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী সমাজ আরও শক্তিশালী হোক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুলের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। তারা সকলকে সেলাই মেশিন ব্যবহার ও প্রশিক্ষণে শেখা দক্ষতা কাজে লাগিয়ে নিজস্ব আয় বৃদ্ধি করার পরামর্শ দেন।