সেলিম মাহবুব : লাখাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) লাখাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বামৈ সরকারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুর ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আযম'র সভাপতিত্বে ও ডাক্তার মোস্তাফিজুর রহমান মিশুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম মুহিত,সমবায় কর্মকর্তা দিপালী রানী পাল প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লাখাই শাখা সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, বাংলাদেশ লাখাই শাখার সভাপতি পারভেজ হাসান, লাখাই রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর , এবং দৈনিক তরফবার্তার লাখাই প্রতিনিধি জুবায়ের আহমেদ।
প্রদর্শনীতে আসা খামারী বামৈ গ্রামের সোহেল মিয়া বলেন, আমি লেখা পড়া করে চাকরির সন্ধান না করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি, একটি গাভী দিয়ে শুরু করে বর্তমানে ১৮টি গাভীর মালিক, সবচেয়ে বড় গাভী হলিস্ট্রিয়ান পিজিয়ান গাভিটি প্রতিদিন ২২ লিটার দুধ সহ মোট ৭৫ লিটার দুধ দেয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আযম জানান, প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ২১টি স্টল অংশগ্রহণ করে।
তিনি আরও জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে-প্রাণি সম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা। প্রদর্শনী শেষে নির্বাচিত শ্রেষ্ঠ খামারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।