সারাদেশ

ছাতকে দক্ষতা উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ছাতকে দক্ষতা উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সেলিম মাহবুব : ছাতকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, মিল্লাত হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন আমন মৌসুমের ফসলে যেভাবে বাম্পার ফলন হয়েছে সেভাবে সব্জি চাষের উপর ও ছাতক বাসীকে গুরুত্ব দিতে  হবে।  দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত কৃষি কাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষক দের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। 

সঠিক বীজ বাছাই  করে প্রযুক্তির মাধ্যমে  তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে। তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে। 

প্রশিক্ষিত কৃষক/কৃষানীরাই পারে অর্থনৈতিক চালিকা শক্তির ভিত্তি মজবুত করে গড়ে তুলতে। আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।