আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা শ্রীনগর দোহার সড়কে জাহানাবাদ কাদিরের দোকান সংলগ্ন
১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল সাড়ে চারটায় হোন্ডা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন অটোরিকশা মহিলা যাত্রী গুরুতর আহত হন ।
ঘটনা বিবরণের জানাজায় ,অটো রিক্সা চালক আব্দুস সালাম দুইজন মহিলা যাত্রী নিয়ে দোহারের ফুল তলা হতে রওনা দেন তার অটো রিকশাটি যখন জানাবাদ কাদিরের দোকানের সম্মুখে পৌঁছে ।
তখন বেপরোয়া গতিতে একজন হোন্ডার চালক তার অটো রিকশাটির সন্মুখে চলে আসে এবংঅটো রিক্সাটিকে সজুড়ে ধাক্কা দিলে অটো রিক্সার সামনে অংশ ভেঙ্গে যায় এবং সম্মুখের চাকা খুলে নিচে পড়ে ।
অটো রিক্সার পিছনে অবস্থানরত দুজন যাত্রী রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন।,
স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান,হুন্ডা চালকের বেপরোয়া গতিতে ও রং সাইডে হোন্ডা চালানোর ফলেএ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনারস্থলে সে সময় কোন লোকজন না থাকায় হোন্ডা চালক পালিয়ে যেতে সক্ষম হন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে সড়কটিতে এ ধরনের দুর্ঘটনা কয়েকদিন পরপরই ঘটে বলে স্থানীয়রা জানান।
সারাদেশ
শ্রীনগরে অটো রিক্সা হোন্ডা মুখোমুখি সংঘর্ষ দুইজন যাত্রী আহত