জাতীয়

তাহিরপুরে বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই পরিদর্শন করলেন মহাপরিচালক

তাহিরপুরে বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই পরিদর্শন করলেন মহাপরিচালক

তাহিরপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কেন্দ্র ঘুরে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের অগ্রগতি ও সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে মহাপরিচালক ভাতা ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে তথ্য যাচাই, বয়স্কদের সহায়তা ও সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

ফিঙ্গারপ্রিন্ট পরিদর্শন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ মোশাররফ হোসেন ( পরিচালক সামাজিক নিরাপত্তা) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়'র পরিচালক সুচিত্রা রায়, সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়'র পরিচালক
মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদ আহমেদ মোল্লা, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক  একে আজাদ ভুঁইয়া প্রমুখ। 


মহাপরিচালক বলেন, “ভাতা প্রদান প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে বায়োমেট্রিক যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহজেই সরকারি সেবা পেতে পারেন।”

পরিদর্শন শেষে তিনি চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, উপজেলাটি হাওর বেষ্টিত হওয়ার কারনে অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ থাকার ফলে বয়স্ক লোকজন  কষ্ট করে উপজেলা সদরে আসতে হয়, এতে করে তাদের খরচের পরিমান বেশি হয় এবং শারীরিক ভাবে তাদের কষ্ট করতে হয়।

এমতাবস্থায় এই সেবাটুকু তাদের দৌড়গোঁড়ায় পৌছে দেওয়ার জন্য নিকট আহবান জানান।এবং তিনি বলেন অফিসে এসে কোন ভাতাভোগী যাতে করে হয়রানির স্বীকার না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে।