আইন ও বিচার

৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

আলী আহসান রবি : রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো-১। মুক্তা আক্তার (২৭) ও ২। মোঃ সুলতান (২২)। 

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম পশ্চিম রামপুরা, হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় দুইটি মাদক মামলা রয়েছে। 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।