সেলিম মাহবুব : ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত এবং গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন-এর দূরদর্শী নির্দেশনায় পরিচালিত হামদর্দ পাবলিক কলেজ আজ আরও সমৃদ্ধ।
কলেজের স্থায়ী ক্যাম্পাস, একটি গাড়ি সংযোজন এবং এইচএসসি পরীক্ষার ভালো ফলাফলের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উৎসাহ ভাতা প্রদান- এসবই উন্নয়ন ও অনুপ্রেরণা মূলক পদক্ষেপ কলেজ পরিবারের মাঝে নতুন প্রাণ ও উদ্যম যোগ করেছে।
এ সকল ইতিবাচক উদ্যোগের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সম্মানিত শিক্ষকবৃন্দ কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন-কে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা মহোদয় ভালো ফলাফল অর্জন, কলেজের সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধির জন্যে নিবেদিত হয়ে কাজ করার জন্যে নির্দেশনা প্রদান করেন।
সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের জন্যে শিক্ষকদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করেন।
ফলাফলের উৎকর্ষতা বৃদ্ধির জন্যে তিনি শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন।