সারাদেশ

দিনাজপুর পৌরসভায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভায় ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর : দিনাজপুর: ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনের (ইজিবাইক) চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আনতে করণীয় বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর পৌরসভায়।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে দিনাজপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফত হোসেন, উপপরিচালক ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম সোহেল

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বিআরটিএ কর্মকর্তা, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সুমন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীসহ ইজিবাইক মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন —
সভাপতি নুরুল ইসলাম বিডিআর,
কার্যনির্বাহী সভাপতি জুলকারনাইন সাগর,
সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব আলী,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী,
দপ্তর সম্পাদক সোবহান,
মুখপাত্র মনজুরুল করিম জেমস,
সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের,
সড়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,
এবং পৌর শাখার সভাপতি মোঃ জুয়েল হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ব্যাটারি চালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল শহরের যানজট, দুর্ঘটনা ও বিদ্যুৎচাপ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। তাই প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সভায় জেলা প্রশাসক বলেন,

“ইজিবাইক পরিবহন খাত দিনাজপুরের বহু মানুষের জীবিকা নির্ভর করে, তাই এ খাতকে সুষ্ঠু নীতিমালার আওতায় এনে স্থায়ী সমাধান করতে হবে।”

তিনি ইজিবাইক চালক ও মালিকদের নিরাপত্তা ও নিবন্ধন প্রক্রিয়া উন্নত করার আশ্বাস দেন।