সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী গোমড়া এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় তৈরি মদের বোতল উদ্ধার — আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া এলাকা থেকে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোমড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদ বহনকারী এক সন্দেহভাজনকে থামানোর নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ভারতীয় উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের একাধিক মদের বোতল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা না গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

উদ্ধার করা মদ ও আটক ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি—গোমড়া সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই ছোট-বড় চোরাচালান চক্র সক্রিয়। বিজিবির নিয়মিত টহল, অভিযান ও নজরদারির কারণে এসব অবৈধ কার্যক্রম অনেকটা কমে এলেও মাঝে মাঝে আবারও চোরাচালানকারীরা সক্রিয় হয়ে ওঠে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।