সারাদেশ

রাঙ্গামাটিতে পুলিশ সুপার কোতোয়ালী থানা ও সদর ট্রাফিক অফিসের আকস্মিক পরিদর্শন সম্পন্ন

রাঙ্গামাটিতে পুলিশ সুপার কোতোয়ালী থানা ও সদর ট্রাফিক অফিসের আকস্মিক পরিদর্শন সম্পন্ন

রাঙ্গামাটি, ১ ডিসেম্বর ২০২৫: রাঙ্গামাটির পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ কোতোয়ালী থানা ও সদর ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেছেন।

থানা প্রাঙ্গণে পৌঁছালে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাহেদ উদ্দিন ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। পরবর্তীতে থানার একটি চৌকস দল পুলিশ সুপারের প্রতি গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। তিনি থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন—জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস), জনাব জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ থানা ও সদর ট্রাফিকের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপারের এই পরিদর্শন থানার অফিসার ও ফোর্সের মধ্যে দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।