নাটোর প্রতিনিধি : "ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ডঃ মোঃ শাহজাহান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রিন্সিপাল। সভাপতিত্ব করেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ সূচনা করেন। এরপর ছাত্র, শ্রমিক ও সাংবাদিকদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রেলি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ, মটর শ্রমিক ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাটোর সদর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং প্রায় ৭০০ জন শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।