সারাদেশ

শ্রীনগরে বৃদ্ধার ঘর থেকে সন্ধ্যা রাতে চুরি

শ্রীনগরে বৃদ্ধার ঘর থেকে সন্ধ্যা রাতে চুরি

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া আনেস  ডাক্তারের বড় মেয়ে  মরহুম শাহিনের মা শাহজাহান  বিবি একা 
১৮ নভেম্বর মঙ্গলবার নিজ ঘরে এশার নামাজ  আদায় করছিলেন ।
কয়েকদিন পূর্বে তার ভাই রান্না ঘর মেরামতের জন্য ৫ পিস ঢেউ টিন বাজার হতে ক্রয় করেন ।
 ঢেউটিনগুলো  উন্মুক্ত রান্না করে রেখেছিলেন । নামাজরত অবস্থায় তিনি বাহিরে কেউ ঢেউটিন  গুলো সরাচ্ছে বলে  শব্দ শুনতে পান। 
নামাজ শেষে তিনি  ঘর হতে বের হয়ে দেখেন তার রান্নাঘরে রক্ষিত   ঢেউটিন  গুলো নেই ।
তার ঘরটি  একটি নির্জন স্থানে এ ঘরে তিনি একাই বসবাস করেন 
 তার আপনজন বলতে তার ছেলে মেয়েকেউ এই পৃথিবীতে নেই ।
 কিছুদিন আগে তার মেয়ে কুলসুম ।
২০ বছর পূর্বে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান তার একমাত্র পুত্র শাহীন ।
তাই এই নির্জন ঘরে তিনি একাই বসবাস করতেন । ঢেউ টিন গুলো  সরানোর সময় শব্দ হলেও  আশেপাশে কেউ টের পায়নি।
 শাজাহান বিবির নামাজ শেষে তার চিৎকারে প্রতিবেশীরা তার বাড়িতে এগিয়ে এসে দেখেন চোরের দল ঢেউটিন গুলো  চুরি করে  চম্পট দিয়েছে।