হৃদয়ের অভিযোগ
---------★★★---------
ভালো যদি বাসলে তবে ..
কেনো কলঙ্কের দাগ দিলে।
ভালো যদি বাসলে তবে ..
কেন বিচ্ছেদের আত্মচিৎকার।
ভালো যদি বাসলে তবে ...
কেন চোখের জলে ভিজে যায় বালিশ ।
ভালো যদি বাসলে তবে ......
কেন মেঘ হয়ে ঝড় আসার আগে হারিয়ে গেলে ।
ভালো যদি বাসলে তবে......
কেন জীবন্ত আত্মাকে জীবন্ত লাশ দিলে।
ভালো যদি বাসলে তবে ......
কেন না পাওয়ার আর্তনাদ ।
ভালো যদি বাসলে তবে ....
কেন যোগাযোগ হীনতার রক্তক্ষরণ ।
ভালো যদি বাসলে তবে ......
কেন ধরণী আগে আমাকে ধ্বংস করে দিলে।
ভালো যদি বাসলে তবে কেন অচিন গলির মুড়ে রেখে গেলে।
ভালো যদি বাসলে তবে ....
কেন ফেরার রাস্তা দিলে না।
ভালো যদি বাসলে তবে ....
কোন মায়ার টানে হারিয়ে গেলে ,
ভাসিয়ে গেলে,
অসীম যন্ত্রনার সাগরে।
ভালো যদি বাসলে তবে ...
কেন বিচ্ছেদের মালা পরালে।
ভালো যদি বাসলে তবে ....
কেন ক্ষণিকের আনন্দে ,
যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গেলে।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
লেখক ফাহিমা জন্নাত পুস্পা