সারাদেশ

সখীপুরে চোরাই বৈদ্যুতিক তার–যন্ত্রাংশসহ ব্যবসায়ী গ্রেফতার

সখীপুরে চোরাই বৈদ্যুতিক তার–যন্ত্রাংশসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৬০০ কেজি বৈদ্যুতিক এসটি/এলটি তার এবং ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ মামুন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে কচুয়া বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারের একটি দোকানে গোপনে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের ব্যবহৃত মূল্যবান যন্ত্রাংশ মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয় এবং দোকান মালিক মামুনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যগুলোর ওজন প্রায় ৬০০ কেজি, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন স্থানে ট্রান্সফরমার ভাঙচুর ও তার চুরি হওয়ার ঘটনা ঘটছিল। এ ঘটনায় মামুনের গ্রেফতারকে তারা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন।

অভিযানের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন,
“বিদ্যুৎ সরঞ্জাম চুরি শুধু আর্থিক ক্ষতি নয়, জনগণের নিরাপত্তা ও বিদ্যুৎ সেবার স্থায়িত্বকে ঝুঁকিতে ফেলে। চোরচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত মামুনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।