শিক্ষা

পবিপ্রবিতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে “Workshop on Professional Development of Officers” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালা পরিচালনা করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC), পবিপ্রবি।

‎দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন শেষে ৯টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী সেশন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ।

‎কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল লতিফ ও সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নির্ভর করে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শুধু নিয়মকানুন জানা যথেষ্ট নয়, প্রয়োজন আধুনিক প্রশাসনিক দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, 
‎নথীর গোপনীয়তা, দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং কম্পিউটারের দক্ষতা বাড়ানো দরকার। আজকের এই কর্মশালা সেই পরিবর্তনেরই অংশ। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎তিনি আরও বলেন,“পবিপ্রবিকে একটি বিশ্বমানের গবেষণা ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের প্রত্যেক কর্মকর্তা যদি তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরো বেগবান হবে।” উপাচার্য কর্মশালার সফলতা কামনা করেন এবং আইকিউএসি-কে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অতিথিদের বক্তব্য শেষে, ১০টা ১৫ মিনিটে কর্মশালার মূল পর্ব শুরু হয়। সেশন মডারেটর ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. নূর নবী। ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর ডেপুটি রেজিস্ট্রার মো: নুরুল ইসলাম সিদ্দিক। 

‎তিনি “Meaningful Career at University” এবং “Working Effectively with Faculties” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
‎দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত “Office Management” বিষয়ক আলোচনা করেন পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো:আমিনুল ইসলাম টিটো। বিকাল ২টা ৩০ মিনিট থেকে “Professional Ethics” বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন আই-কিউএসির অতিরিক্ত পরিচালক ও সিএসই অনুষদের অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ।

‎বিকাল ৩টা ৪৫ মিনিটে পুনরায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: নুরুল ইসলাম সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাকে সফল বলে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। তারা মনে করেন, কর্মশালার আলোচনাগুলো পেশাগত দায়িত্ব পালনে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে।