রাজনীতি

জামায়াতকে চাঁদাবাজ ও মুনাফেক হিসেবে আখ্যায়িত করলেন সাবেক নেতা

জামায়াতকে চাঁদাবাজ ও মুনাফেক হিসেবে আখ্যায়িত করলেন সাবেক নেতা

নিজস্ব প্রতিবেদক : ছাতক উপজেলার রাজনৈতিক ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে ফজলুর রহমান বলেন, “এখন সাপ ফণা তুলছে। বিএনপিকে তারা চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার বলে চিহ্নিত করছে। এ ধরনের অভিযোগ জামায়াত ছাড়া আর কেউ করে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সৎ নেতৃত্ব এবং সাধারণ মানুষের সমর্থন অপরিহার্য। জনগণকে বিভ্রান্তি থেকে বিরত থাকতে হবে এবং দায়িত্বশীল ভোট প্রদানে উৎসাহিত করতে হবে।”

ফজলুর রহমানের এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক নেতারা সততা ও দায়বদ্ধতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা চালাবেন।