রাজনীতি

স্বচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি—দুই স্থানে ব্যারিস্টার আনোয়ারের উঠান বৈঠক সম্পন্ন

স্বচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি—দুই স্থানে ব্যারিস্টার আনোয়ারের উঠান বৈঠক সম্পন্ন

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার ও হরিপুর গ্রামে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এসব সভায় স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ছিল।
গনিগঞ্জ বাজারে সঞ্চালনা করেন মাওলানা মুজাম্মেল হুসেন এবং হরিপুরে মুফাসির আহমদ রিয়াদ। সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আব্দুস শহীদ ও জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন—
“রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়; মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা করেছি।”
তিনি আরও বলেন—
“দুর্নীতি, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে আপোষহীন থাকব। উন্নয়ন করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ভোট চাইতে আসব না।”
বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান 
মাসুদ মিয়া,উজানিগাওঁ  মোস্তফা অটোরাইছ মিলের মালিক শাহজান মিয়া,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য  সলিমনুর বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদ  জিয়াউর রহমান,গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডি,র সাবেক সদস্য  হারুন রশিদ,হরিপুর গ্রামের জমিয়ত নেতা মাওঃ মুসলিম উদ্দিন, প্রবীন মুরব্বি নানু মিয়া, বারিক মিয়া,আলতাফ হোসেন,গনিগঞ্জের মুক্তাদির হোসেন,সায়েম হুসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন,উজানিগাওঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি 
আব্দুল মন্নান ধনু মিয়া,বিএনপি  নেতা ফখরুজ্জামান, আব্দুল অদুদ, আবদুল লতিফ, সেলিম আহমেদ, মুফাজ্জুল হুসেন,সিলেট ইয়াপোর্ট থানা শাখার  শ্রমিক দলের আহবায়ক  মোঃ শাহানুর মিয়া, ছাত্র দল নেতা মোর্শেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ, সোহাগ, জিদান, মিনহাজ, তারেক, আজহারসহ গনিগঞ্জ ও হরিপুরের বহু মানুষ।
সভার পূর্বে  গনিগঞ্জ বাজারের বিভিন্ন পেশাজীবীর সঙ্গে গণসংযোগ করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।