রোববার দুপুরে বিশেষ অভিযানের মাধ্যমে কেরানীগঞ্জে নিজ বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার হন তিনি।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি নজরদারিতে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করলে তদন্ত সংস্থা সক্রিয় হয়।
গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশের দাবি, তার বক্তব্য ও কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল।
তবে মুফতি কাসেমীর অনুসারীরা বলেন, তিনি ধর্মীয় বিষয়ে বক্তব্য রাখেন, তাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।