বিনোদন

বেশিরভাগ পুরুষ তার মোবাইল যক্ষের ধনের মতো আগলে রাখেন - মোবাইল ফোনে গোপন কিছু না থাকলেও রাখেন!

বেশিরভাগ পুরুষ তার মোবাইল যক্ষের ধনের মতো আগলে রাখেন - মোবাইল ফোনে গোপন কিছু না থাকলেও রাখেন!

 

স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করা মানে কে কল করলো, কে কখন কি বার্তা পাঠাল, ভিডিও কল দিলো কেডা -এইসব আতিপাতি করে খোঁজা কতটা যুক্তিযুক্ত সেটা আমি জানি না !  স্বামী স্ত্রী’র দাম্পত্য অধিকারের কাছে কোন ব্যক্তিস্বাধীনতা অধিকারের সনদ ধোপে টেকেনা  ! 
       তবে, আমি পারতপক্ষে কায়েস সাহেবের  মোবাইল হাতাইনা কারন আমার মনে হয় এতে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হয় ! 
      বেশিরভাগ পুরুষ তার মোবাইল যক্ষের ধনের মতো আগলে রাখেন - মোবাইল ফোনে গোপন কিছু না থাকলেও রাখেন! সেদিন উনি মোবাইল রেখে গাড়ির মেকানিকের সাথে কথা বলতে নিচে গেছেন ! এর মধ্যে সমানে মোবাইল বাজছে ! এরপর দেখলাম মোবাইলের স্ক্রীনে ভেসে উঠলো text! ফোন ধরছো না কেন?
সারাদিন কল করলাম একবারও ধরলে না !
তারপর আবার রাগের ইমোজি 😡😡😡😡!

           মাথার তালু পর্যন্ত জ্বলে উঠলো - মগজ টগবগ করে ফুটতে থাকল! তারপরও মুখের ভাব স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম! মেয়েদের নানান কিসিমের অভিনয় জানতে হয় !
উনি ঘরে আসার পর জিজ্ঞেস করলাম!
কে এই মহিলা!
এই সংক্রান্ত প্রশ্নে একটা উত্তরই তার ঠোঁটের আগায় সর্বদা রেডি থাকে - আমি চিনি না! 
লকটা খোল - দেখব চেহারা!
ওয়াটসআ‍্যপের ছবি দেখলাম! না চেনার কথাটা খানিকটা সত্যি হতে পারে! এতটাই এডিট আর ফিল্টার দেয়া মনে হয় তার জন্মদাত্রি  মা ও তাকে এই ছবি দেখে চিনতে পারবেন না ! 

    আমার যেকোন ফোন নম্বর দুবার দেখলেই মনে গেঁথে যায় !
স্বামী অফিসে চলে গেলে আমার মোবাইল থেকে তারে ফোন দিলাম!

“আপা,আমি কায়েস আহমেদ সেলিমের ওয়াইফ! আপনি ঘনঘন কল দিচ্ছেন- কারনটা কি জানতে পারি !?”
“ওহ! আমি তো আপনাকে সবসময় দেখি- আপনি সেলিব্রিটি! আমাকে কল দিয়েছেন - খুব ভালো লাগছে!”
“পয়েনট এ আসুন! আপনি এত কল করেছেন কেন? “দজ্জাল বউ এর মতো না খেঁকিয়ে শীতল গলায় জিজ্ঞেস করি ! 
“একটা অফিসিয়াল কাজে! উনি বড় ভাই!”
বড় ভাইকে তুমি করে বলেন !?”
“আসলে খুব আপনের মতো দেখি !”
“ওহ তাই ? এখন থেকে তুই করে বলবেন ! ভাই বোনে তুই তোকারি খুব মিষ্টি শোনায় !”
ভদ্রমহিলার গলা কাঁপছে !
“বাসা কোথায়? কোন অফিস! একটু এসে দেখা করতাম! “
ভদ্রমহিলা বাসা, অফিস সব ভুলে গেলেন ! আমতা আমতা করতে লাগলেন ! 
“মনে রাখবেন, আমি জেল খাটা মানুষ! আমার মূল্যবান জিনিস কেউ চোখ তুলে দেখলেও চোখ গেলে দেই !”
ঠাশ করে শব্দ-মনে হলো কোথাও বাড়ি খেয়ে মোবাইল পরে গেল -এরপর মোবাইলের সংযোগ সেই যে বিচ্ছিন্ন হলো -অন‍্যান‍্য অনেক নম্বর থেকে কল করেও মোবাইল বন্ধ পাচ্ছি দুদিন ধরে !
জেল খাটা ব‍্যাপারটা জীবনে এই প্রথম কাজে দিলো !

লেখকঃ ডাঃ সাবরিনা মিষ্টি।