আইন ও বিচার

ফরিদপুরে সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদের কোটি কোটি টাকার সম্পত্তি ক্রোক

ফরিদপুরে সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদের কোটি কোটি টাকার সম্পত্তি ক্রোক

এরফান আলী, ফরিদপুুর : ফরিদপুরের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয় মোশারফ হোসেনের সাবেক এপিএস এএইচ এম ফুয়াদের কোটি কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপ*রাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৪ নভেম্বর) ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত তার মোট ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকার সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে শহরের একটি মূল্যবান ফ্ল্যাটসহ মোট ৩৮.৯৩৩ শতাংশ জমি। মানিলন্ডারিং মামলার তদন্তে ফুয়াদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে।
টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিশাল অঙ্কের কমিশন গ্রহণ করে ফুয়াদ গড়ে তোলেন বিপুল সম্পদ। শুধু তাই নয় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের ভয় ভীতি দেখিয়ে অর্থ আদায়ের প্রমাণও পেয়েছে সিআই
এছাড়া বেনামে বিলাসবহুল বাস কিনে পরিবহন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করার তথ্যও পেয়েছে সি আই ডি।