বিনোদন

স্বামী আমাকে একটি রিল পাঠিয়েছেন ।।  ডাঃ সাবরিনা মিষ্টি

স্বামী আমাকে একটি রিল পাঠিয়েছেন ।।  ডাঃ সাবরিনা মিষ্টি

আমার স্বামী আমাকে একটি রিল পাঠিয়েছেন ! আলহাদ্ গদগদ হয়ে ভাবলাম,নিশ্চয়ই কোন প্রেমের গানটান হবে ! আজ সূর্য কোন দিকে উঠলো রে বইন! ওহ! আজ তো আকাশ মেঘলা- সূর্যের দেখা নাই !
     রিল ওপেন করে অবাক হয়ে গেলাম! দেখলাম,একজন নারী বলছেন, পুরুষ নাকি টাকা ইনকাম করা শুরু করলে সংসার গড়ে আর নারী টাকা ইনকাম করা শুরু করলে সংসার ভাংগার চিন্তা করে! পুরুষরা মনের আনন্দে এই পোস্ট শেয়ার করছেন- ভিউ এর ছড়াছড়ি!
     মনটা খারাপ হয়ে গেলো! 
     ছোটবেলা থেকে দেখছি আমাদের গৃহকর্মী সাদ্দামের মা আমাদের বাসায় ছুটা বুয়ার কাজ করে সংসার চালান! তার ভাদাইম‍্যা সবামী একদিন রিক্সা চালায় তারপর দশদিন বসে থাকে! আমার মা তাকে রিক্সা কিনে দিয়েছিলেন- সেটাও সে বেঁচে খেয়েছে! সাদ্দামের মা এই বয়সেও আমাদের বাসায় ছুটা কাজ করে ! নিজেই উপার্জন করে কলুর বলদের মতো সংসারের ঘানি টেনেছেন- সংসার ভাংগার কথা কখনও ভাবেননি!

    নিম্নবিত্ত পরিবারে এমন উদাহরণ ঘরে ঘরে ! আর মধ্যবিত্ত পরিবার? মধ‍্যবিত্ত নারীরা তাদের জন্ম লগ্ন থেকেই সংসার করার জন্যই বাঁচে! তাদের যেভাবে বড় করে তোলা হয় তার সার কথাই হলো সংসার! 
    তারা রূপকথার রাজারানীর গল্প দিয়ে শৈশব শুরু করে।পুতুল বিয়ে দিয়ে শৈশব কাটায়! কৈশোরেই এক রাজপুত্রের সাথে সংসারের স্বপ্ন দেখা শুরু করে !
     তাদের পড়াশোনা, তাদের ডিগ্রি অর্জন, চাকরি বা ব‍্যবসা সবকিছুর চেয়েও তাদের কাছে মূল্যবান তাদের সংসার! কর্মজীবী নারীরা  কর্মক্ষেত্রে মগজ চালায় বটে,কিন্তু মনটা পড়ে থাকে সংসারে! কতক্ষণে বাসায় ফিরেই চুলায় মাংস চড়াতে হবে! বাচ্চাদের হোমওয়ার্ক নিয়ে বসতে হবে!
        উচ্চবিত্ত নারীরা ইনকাম শুরু করলেও সংসার ছাড়ার কথা ভাবেনা - টাকা তাদের মনোজগতে নতুন কোন পরিবর্তন আনে না! স্বামী তাদের কাছে টাকা কামাই করার মেশিন নয় - সামাজিক অবস্থান আর মর্যাদার অবলম্বন!
      সৃষ্টির আদিকাল থেকেই রমনীর জ্ঞান যাই হোক ধ‍্যান সংসার ! জেলখানায় এক যৌনকর্মীর সাথে পরিচয় হয়েছিলো- সে তার দেহ নয় - প্রতি রাতে আত্মাকে বেঁচে! তার প্রতিবন্ধী স্বামী আর দুই সন্তানের পরিবার চালানোর জন্য ! অথর্ব লোকটির চিকিৎসার জন‍্য অর্থ যোগান দেয়! ছেড়ে যাবার কথা ভাবেনি!

   তবে হ‍্যা, অর্থনৈতিক স্বনির্ভর হবার পর হয়তো কোন নারী শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে নিরুপায় হয়ে বিচ্ছেদের কথা ভাবে ! কিন্তু এই গ্লানি,এই অপরাধবোধ সে সারা জীবন বহন করে ! সংসার ছেড়ে আসলেও সন্তান সে ছাড়ে না !!!

        কর্ম নারীর অর্থনৈতিক বর্ম হতে পারে- ধর্ম তার সংসার! সে শতবার ভেঙে টুকরো টুকরো হয় - পারতপক্ষে সংসার ভাঙার চিন্তা করে না ! বুকে ক্ষত নিয়েও সে শতবার নত হয়! সংসার তার ইনকাম করে বেডাগিরি দেখানোর স্থান না- তার সাধনার ধন!
       এজাতীয় রিল সে আমাকে পাঠায় কোন আক্কেলে ????