প্রকাশের সময়: ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ
নবাগত পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সাথিয়া থানা আকস্মিক পরিদর্শন। | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবাগত পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সাথিয়া থানা আকস্মিক পরিদর্শন।

নবাগত পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সাথিয়া থানা আকস্মিক পরিদর্শন।
ছবি : সংগৃহীত

সাথিয়া, পাবনা, ২ ডিসেম্বর ২০২৫: নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ আজ সাথিয়া থানায় আকস্মিক বার্ষিক পরিদর্শন করেন। তিনি থানা কর্তৃপক্ষকে সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, ব্যারাক এবং থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে জানান, সরকারি মালামাল ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় সর্বদা তৎপর থাকার প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), জনাব মোঃ লাবিব আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল), থানা অফিসার ইনচার্জ সাথিয়া থানাসহ অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।

পুলিশ সুপারের এই পরিদর্শন থানা অফিসার ও ফোর্সের মধ্যে দায়িত্ববোধ ও সতর্কতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387