প্রকাশের সময়: ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ
পিরোজপুরে পদোন্নতিপ্রাপ্ত এসআই মোঃ বিল্লালকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন পুলিশ সুপার | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে পদোন্নতিপ্রাপ্ত এসআই মোঃ বিল্লালকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন পুলিশ সুপার

পিরোজপুরে পদোন্নতিপ্রাপ্ত এসআই মোঃ বিল্লালকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন পুলিশ সুপার
ছবি : সংগৃহীত

পিরোজপুর, ২ ডিসেম্বর ২০২৫: পিরোজপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আজ তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লালকে র‌্যাঙ্ক ব্যাজ পরিধান করান।

এই পদোন্নতির মাধ্যমে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ কাজে নতুন উদ্যম যোগ হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি বলেন, “পদোন্নতি শুধু দায়িত্ব বৃদ্ধি নয়, এটি আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের সেবা করার অঙ্গীকার।"

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল। অনুষ্ঠানটি পুলিশি শৃঙ্খলা, মনোবল বৃদ্ধি এবং কর্মোদ্যম সৃষ্টির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387