প্রকাশের সময়: ২৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪৯ পূর্বাহ্ণ
নাসিরনগরে কৃষকদল নেতা শাহ আলম পাঠান স্বপদে বহাল | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাসিরনগরে কৃষকদল নেতা শাহ আলম পাঠান স্বপদে বহাল

নাসিরনগরে কৃষকদল নেতা শাহ আলম পাঠান স্বপদে বহাল
ছবি : সংগৃহীত

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের শাখা সদস্য এম শাহ আলম পাঠান স্বপদে বহাল হয়েছেন। রোববার (২৬ নভেম্বর ২০২৫) কেন্দ্রীয় কৃষকদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আলম পাঠানের করা আপিল আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত অনুমোদন করেন।

কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বপদে বহালের এই সিদ্ধান্ত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকেই কার্যকর হবে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই সিদ্ধান্তে সংগঠনের তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387