প্রকাশের সময়: ২৬ নভেম্বর, ২০২৫ ০৫:০৫ অপরাহ্ণ
মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক | MkProtidin
Logo
/ বিশেষ প্রতিবেদন
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটের মোংলা থেকে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ আক্তার বিশ্বাস (৪০) নামের এক শিকারিকে আটক করা হয়।
 বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার কানাইনগর এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই শিকারিকে আটক করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড, পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস, পা, মাথা ও ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়েছে। আটক শিকারি ও জব্দ মাংসসহ অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387