প্রকাশের সময়: ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:২৮ অপরাহ্ণ
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। গতকাল বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত বস্তিবসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল,মশারি,সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আগামীকালও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী বিদেশী এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় । সভায় জানানো হয় উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী বিদেশী এনজিও গুলো আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্হাপনসহ আর্থিক সহায়তা করবে বলে সভায় জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387