প্রকাশের সময়: ২৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মোঃ আল-আমীন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মোঃ আল-আমীন

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মোঃ আল-আমীন
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি :  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার (Contempt of Court) অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন।
বুধবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজি এম.এইচ. তামিম। তিনি বলেন—একটি টেলিভিশন অনুষ্ঠানে করা মন্তব্য আদালতের মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের “মুক্তবাক” অনুষ্ঠান অংশগ্রহণ করার সময় ফজলুর রহমান প্রকাশ্যে বলেন, “এই ট্রাইব্যুনালের বিচার মানি না।” তার এই বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং সমালোচনার ঝড় ওঠে।

রাজনৈতিক মহল বলছে, আদালত অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্য একজন আইনজীবী হিসেবে তার দায়িত্ববোধের ঘাটতি প্রকাশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরেও চাপ বাড়ে।
জানা যায়, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থাতেই কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেয় দলটি।

এদিকে অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে আগামীতে আইনগত প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন—এ অভিযোগ তার নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক ভবিষ্যতে নতুন জটিলতা তৈরি করতে পারে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387