প্রকাশের সময়: ২৬ নভেম্বর, ২০২৫ ০৬:৩৯ পূর্বাহ্ণ
এসআইআর ও সিএএ সরলীকরণের দাবিতে ধর্মতলায় মতুয়া সমাজের মহাসমাবেশ | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসআইআর ও সিএএ সরলীকরণের দাবিতে ধর্মতলায় মতুয়া সমাজের মহাসমাবেশ

এসআইআর ও সিএএ সরলীকরণের দাবিতে ধর্মতলায় মতুয়া সমাজের মহাসমাবেশ
ছবি : সংগৃহীত

সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) : ২৪ শে নভেম্বর সোমবার, ধর্মতলা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, ঠিক দুপুর দুটোই, মতুয়া সমাজের ডাকে, এস আই আর ও সি এ এ  র সরলীকরনের দাবী নিয়ে, বিভিন্ন দিক থেকে মিছিল ও নৃত্য সহযোগে, শ্রী গুরুচাঁদ হরিচাঁদের নাম নিয়ে, ধর্মতলা রানী রাসমণি রোডে কয়েকশ মতুয়া সদস্য সভায় জমায়েত হন এবং মহাসমাবেশ করেন। 

সভায় উপস্থিত ছিলেন সমস্ত মতুয়া সমাজের অধিকর্তারা এবং উপস্থিত ছিলেন কমরেড রবীন দেব। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক মতুয়া সম্প্রদায়ের মানুষ এস আই আর ও সি এ এ র বিরুদ্ধে গর্জে উঠেন, এবং বলেন আমরা আমাদের দাবী আদায় করে ছাড়বো। 

আজকের জনসভায় ও মহাসমাবেশে অংশগ্রহণ করেন, 
মতুয়া জাগরণী মঞ্চ, বঙ্গীয় হরি গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ, শ্রীশ্রী গুরুচাঁদ মতুয়া সেবা সংঘ, দক্ষিণ চব্বিশ পরগনা জনকল্যাণ সংঘ, ক্যানিং আদিবাসী কল্যাণ সংঘ, বনগাঁ মহকুমা, মতুয়া মহাসংঘ, হৃদয়পুর আম্বেদকর মিশন, চাষী কৈবর্ত সমাজ, বঙ্গীয় লোক কবি সংস্থা, শ্রী শ্রী গুরুচাঁদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আদিবাসী বেদিয়া সমাজ সহ একাধিক সংস্থা  ও অর্গানাইজেশন। 

এই মহাসভায় কয়েকশো মতুয়া সদস্য উপস্থিত ছিলেন, মঞ্চে দাঁড়িয়ে বলেন, ২০২৪ সালের মতুয়া উদবাস্তুদের ভোটার তালিকা থেকে কোনভাবেই বাদ দেওয়া যাবেনা, এর সাথে সাথে ২০০৩ সালের কালা কানুন আইন বাতিল করতে হবে এবং জন্মসূত্রে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার ছিনিয়ে নেওয়া চলবে না।, তাহারা সকলের উদ্দেশ্যে জানান এবার আমাদের সংঘবদ্ধ হতে হবে। এভাবে এস আই আর ও সি এ এ  নামে নিরীহ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে, এস আই আর  এর ভয়ে যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে, বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে ও যেভাবে সনাতনী দের উপর অত্যাচার হচ্ছে, আমাদের সদস্যরা মারা যাচ্ছে আর আমরা এটা মেনে নেব না, আমাদের গর্জে ওঠার পালা, এবং আমাদের অধিকার ছিনিয়ে নেয়ার পালা, 

সরকারকে বোঝাতে চাইলেন, আমরাও কিন্তু সিংহের বাচ্চা, আমরা কোন কিছুকে ভয় পাই না, হাজার আমাদের উপর অত্যাচার করলেও আমরা আমাদের অধিকার থেকে এতটুকু পিছপা হব না, এটাই আমাদের শ্রী শ্রীগুরুচাঁদ হরিচাঁদ শিখিয়ে গিয়েছেন, তাহার ধর্মাবলম্বী, তাহার নীতি মেনে চলি, তাই সাবধান করে দিচ্ছি, আমাদের অধিকার ফিরিয়ে দিন, আর আমাদের সকল মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, আর কেউ চুপ করে থাকবেনা, সঙ্ঘবদ্ধ হও একত্রিত হও, প্রতিবাদে গর্জে উঠো, হলে আমাদেরকে পিঁপড়ের মতো টিপে মারবে, আমরা আমাদের জন্মসূত্রের অধিকার রক্ষা করতে চাই, আর বাংলাদেশী বলে আমাদেরকে তাড়াতে পারবেনা, 

আজ এই মঞ্চির সভা থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা শ্রীশ্রী গুরুচাঁদ হরিচাঁদের নীতি অনুসরণ করে এগিয়ে যাব, আম্বেদকরের সংবিধান ভাঙতে দেব না, আমরা রক্ষা করবো। থেকেই আমাদের আরও পথ যাত্রা শুরু হবে। প্রতিবাদের যাত্রা। নিজস্ব অধিকারের লড়াই। 

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387