মনিরুজ্জামান, জামালপুরের (বকশীগঞ্জ) : জামালপুর আদালত প্রাঙ্গনে দ্বিতীয় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে। আর এই ঘটনায় জামালপুর থানায় বাবু’র নামে অভিযোগ দিয়েছে সাবিনা ইয়াসমিন নামে ভুক্তভোগী নারী।
সোমবার দুপুর ১টার দিকে জামালপুর , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সামনে এই ঘটনা ঘটে।
মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী
অভিযোগে সাবিনা ইয়াসমিন উল্লেখ করেছেন- বাবু’র বিরুদ্ধেে একটি যৌতুকের মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় মাহমুদুল আলম বাবু, তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার লিপি ও অজ্ঞাত ১০ থেকে ১২ জন তার উপর হামলা ও মারধর করে এবং মামলা না তুলে নিলে প্রাননাশের হুমকি দেন। পরে স্থানীয়র এসে তাকে উদ্ধার করেন।
এসব বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন-‘আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।