প্রকাশের সময়: ২৪ নভেম্বর, ২০২৫ ০৬:২৯ পূর্বাহ্ণ
দেশে ফিরলেন সিলেট ৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী: প্রকৌশলী রাশেল উল আলম | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন সিলেট ৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী: প্রকৌশলী রাশেল উল আলম

দেশে ফিরলেন সিলেট ৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী: প্রকৌশলী রাশেল উল আলম
ছবি : সংগৃহীত

জৈন্তাপুর, (সিলেট) প্রতিনিধি।। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন। এ আসনে থেকে নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী , তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষানুরাগী প্রকৌশলী রাশেল উল আলম আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময়ে বিমানবন্দরে তাঁর আগমন উপলক্ষে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান।


এসময় এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম গণমাধ্যমের সাথে কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী একজন বিজ্ঞ মানুষ, আমাদের অভিাবক। তবে তিনি সিলেট-১ এর জন্য পারফেক্ট, সিলেট-৪ এর জন্য নয়। কারণ, স্থানীয় জনগন নিজেদের প্রার্থী চান। আমার বাড়ী গোয়াইনঘাট। স্থানীয় মানুষ এখন স্থানীয় প্রার্থী চান।

তিনি বলেন, তাঁর শিকড় গোয়াইনঘাটে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে একজন স্থানীয় প্রতিনিধিই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, কিছু প্রার্থী বলছেন পাথর কোয়ারি খুলে দিবেন। শুধু ঘোষণা দিলেই চলবে না। সরকার সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ রেখেছে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য । তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। , একটি সুসংগঠিত নীতিমালার আওতায় এনে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।


এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই সিলেট বিভাগের ছয়টি আসনে চূড়ান্ত মনোনয়ন কারা পাবেন তা পরিষ্কার হবে। মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই চলছে এবং এনসিপি এমন একটি দল যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। যোগ্যতা, মূল্যবোধ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রকৌশলী রাশেল উল আলম সিলেট ৪ আসনে ব্যাপক বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাইটেক পার্কে ইলেকট্রনিক্স খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে এলাকার আয়তন সম্প্রসারণের পাশাপাশি বিপুল সংখ্যক তরুণের জন্য কর্মসংস্থান তৈরি হবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনকে সামনে রেখে সিলেট ৪ আসনকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যও তিনি প্রকাশ করেন। এ কাজে জনগণের মতামত, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।


বিমানবন্দর থেকে তিনি দুপুর ২টার দিকে দলের নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল ও হযরত শাহপরান ( রহ:) এর মাজার জিয়ারত করেন। জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যুব শক্তির নেতারা এবং সাধারণ কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387