প্রকাশের সময়: ০৮ নভেম্বর, ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ
শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

তাহিরপুর (সুনামগঞ্জ), প্রতিনিধি : তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বি এনপি যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল পাশা স্মৃতি কল্যান ট্রাস্ট সভাপতি শেখ শফিকুজ্জামান, উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মকসুদুল ইসলাম। 


টেলেন্ট ২৪ সাধা২৫অনুষ্ঠানে মোট ৪৯ জন শিক্ষার্থীকে শেখ কামাল পাশা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। তার মধ্যে ট্যালেন্টপুল ২৪ ও সাধারণ বৃত্তি পেয়েছে ২৫ জন। 

বক্তারা শেখ কামাল পাশার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন একজন ভালো মনের অধিকারী,  ছিলেন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব । সমাজের যে কোন সমস্যা হলে সমাধান করতে ছুটে যেতেন।তিনি প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করতেন। আগামী প্রজন্মকে শিক্ষায় ও চরিত্রে গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387