প্রকাশের সময়: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ
স্ত্রীর বয়স ২১, স্বামীর বয়স ৪৮ | MkProtidin
Logo
/ বিনোদন
অনির্দিষ্ট
আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৫ ০৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীর বয়স ২১, স্বামীর বয়স ৪৮

স্ত্রীর বয়স ২১, স্বামীর বয়স ৪৮
ছবি : সংগৃহীত

বাবা-মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে। 
মেয়েটির নাম নীলা, বয়স মাত্র ২১। সে প্রাণবন্ত, স্বপ্নে ভরা, আর তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু জীবনের প্রতিটি স্বপ্ন তো নিজের মতো করে পূরণ হয় না। পরিবারের ইচ্ছায়, তাকে বিয়ে করতে হয় রাশেদ নামের এক সরকারি চাকরিজীবীর সঙ্গে, যার বয়স ৪৮।

শুরুতে নীলা ভেবেছিল, এত বয়সের পার্থক্যে কিভাবে সম্পর্ক টিকবে? মনটা ছিল দ্বিধায় ভরা। কিন্তু রাশেদ ছিলেন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। দায়িত্ববোধে ভরপুর, আর জীবনের অভিজ্ঞতায় তিনি ছিলেন স্থির ও পরিপক্ব। ধীরে ধীরে নীলা বুঝতে শুরু করল, বয়স কেবল একটা সংখ্যা। ভালোবাসা আর সম্মানই সম্পর্কের মূল ভিত্তি।

রাশেদ কখনো নীলাকে বাঁধা দেননি, বরং তার পড়াশোনা, স্বপ্ন—সবকিছুতেই পাশে দাঁড়িয়েছেন। আর এই যত্ন, এই সম্মান নীলার হৃদয়কে ধীরে ধীরে ভরিয়ে তুলল ভালোবাসায়।

আজ নীলা ভাবে, পরিবারের কারণে এই বিয়ে হলেও, আসলে ভাগ্যই তাকে এমন একজন মানুষের হাতে তুলে দিয়েছে, যিনি তার জীবনে নিরাপত্তা, ভালোবাসা আর এক অন্যরকম সম্মানের জায়গা তৈরি করেছেন।।

 

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387